আল্লাহ্ তাআলা নামাযকে ফরজ করেছেন। নামাযের মাধ্যমে আমরা আল্লাহ্র প্রশংসা করি এবং আল্লাহ্র কাছে প্রার্থনা করি। নামাযের প্রত্যেকটা রুকনে আমরা বিভিন্ন তসবিহ্ যিকির ও কোরআন তিলাওয়াত করে থাকি। এগুলোর মাঝে কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নত আবার কোনোটা মুস্তাহাব। আজকে আমি আলোচনা করব দুই সিজদার মাঝে পড়ার দোয়া সম্পর্কে।
প্রথমে জেনে নেই দুই সিজদার মাঝে বসা নিয়ে। নামাযের মোট ১৪ টি ওয়াজিব রয়েছে। নামাযের ওয়াজিব সম্পর্কে আমাদের ধারনা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন কোন ওয়াজিব অনিচ্ছাকৃত বাদ গেলে সাহু সিজদাহ্ দেওয়ার মাধ্যমে নামায শুদ্ধ করতে হয়। কিন্তু ইচ্ছাকৃত কোন ওয়াজিব বাদ দিলে নামায বাতিল বলে গণ্য হয় এবং পুনরায় নামায আদায় করতে হয়। নামাযের ১৪ টি ওয়াজিব সমূহ জেনে নিন। দুই সিজদার মাঝে সোজা হয়ে বসাও একটি ওয়াজিব। তবে দুই সিজদার মাঝে যে দোয়াটি পড়তে হয় সেটি পড়া হচ্ছে সুন্নত।
দুই সিজদার মাঝে পড়ার দোয়াটি হলঃ
হযরত ইবনে আব্বার (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সাঃ) দুই সিজদার মাঝে এই দোয়া পড়তেনঃ
আরবিঃ اَللّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِي وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
উচ্চারণঃ আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি। (মুসলিম, মিশকাত)
অর্থঃ হে আল্লাহ্ আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়াত দান করুন, আমাকে শান্তি দান করুন, আমাকে রিজিক দান করুন।
হয়রত হুজায়ফা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সাঃ) দুই সিজদার মাঝের বৈঠকে এই দোয়াটি পড়তেনঃ
আরবিঃ رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي
উচ্চারণঃ রব্বিগফির লী, রব্বিগফির লী। [আবূ দাউদ ১/২৩১, নং ৮৭৪; ইবন মাজাহ্ নং ৮৯৭।]
অর্থঃ হে আমার রব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব! আপনি আমাকে ক্ষমা করুন।
দুই সিজদার মাঝে উক্ত দোয়াটি পড়া ফরজ বা ওয়াজিব নয় তাই এই দোয়া না পড়লে নামায বাতিল হবেনা। তবে প্রতিদিন নামাযে দুই সিজদার মাঝে উক্ত দোয়াটি পাঠের মাধ্যমে আমরা আল্লাহ্র কাছে উল্লিখিত নিয়ামত গুলো চাইতে পারি বা প্রার্থনা করতে পারি। প্রতিদিন প্রত্যেক মুমিন বান্দাকে কম করে হলেও ৩২ রাকাআত ফরজ নামায আদায় করতে হয়। এই ৩২ রাকাআত নামাযে দুই সিজদার মাঝে যদি উক্ত দোয়াটি পড়ি তাহলে আল্লাহ্ও আমাদের উক্ত নিয়ামতগুলো দান করবেন।
ইসলাম ধর্ম সম্পর্কে কোন প্রশ্ন থাকলে সরাসরি আপনাদের ilmuddin – ইলমুদ্দিন পেজে যোগাযোগ করতে পারেন।
একজন মুমিন হিসেবে আমাদের নামায সম্পর্কে আরও যে বিষয়গুলো সম্পর্কে জানা জরুরী।