ফরজ ও ওয়াজিব ছাড়াও রাসুলুল্লাহ্ (সাঃ) সালাত বা নামাযের মাঝে আরও কিছু আমল করে গিয়েছেন। কিন্তু ফরজ ও ওয়াজিবের ন্যায় আদায়ের জন্য তাগিদ করেন নি। এগুলোকে বলা হয় সুন্নত। যদিও এগুলো ছুটে গেলে নামায বাতিল হয়না বা সিজদায়ে সাহু দিতে হয়না। তবুও আমাদের এগুলো মেনে চলা উচিত। রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন, “তোমরা নামায আদায় কর, যেমনভাবে আমাকে আদায় করতে দেখেছ।“ একারনেই আমাদের এইসকল সুন্নত সমূহ মেনে নামায আদায় করা প্রয়োজন।
নামাযের ২১ টি সুন্নত সমূহঃ
- তাকবিরে তাহরিমা বলার সময় পুরুষের কানের লতি এবং নারীদের কাঁধ বরাবর দুই হাত উঠানো।
- তাকবির বলার সময় দুই হাতের আঙ্গুলগুলো খুলে রাখা এবং কিবলামুখী করে রাখা।
- নিয়ত করার পর ডান হাত বাম হাতের উপর রাখা। পুরুষের নাভির উপর এবং নারীদের বুকের উপর হাত রাখা।
- তাকবিরে তাহরিমা বলার সময় মাথা অবনত না করা।
- ইমামের জন্য জোরে তাকবির বলা।
- সানা পড়া।
- আউযুবিল্লাহ্ পড়া।
- প্রত্যেক রাকআতে সূরা ফাতিহার পূর্বে মনে মনে বিসমিল্লাহ্ পড়া।
- ফরজ নামাযে তৃতীয় ও চতুর্থ রাকআতে শুধু সূরা ফাতিহা পড়া।
- ফাতিহার পর আমিন বলা।
- সানা, আউযুবিল্লাহ্ ও আমিন আস্তে বলা।
- এক রুকন থেকে অন্য রুকনে যাওয়ার সময় তাকবির বলা।
- রুকু ও সিজদায় তাসবিহ্ পড়া।
- রুকুতে মাথা ও কোমর সোজা রাখা এবং দুই হাতের আঙ্গুল দিয়ে উভয় হাঁটু ধরা।
- রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় ইমামের ‘সামি আল্লাহুলিমান হামিদাহ্’ এবং মুক্তাদির ‘রাব্বানা লাকাল হামদ্’ বলা।
- সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু, তারপর দুই হাত, তারপর নাক এবং সর্বশেষে কপাল মাটিতে রাখা।
- বসার সময় বাম পা বিছিয়ে তার উপর বসা এবং ডান পা খাড়া রাখা।
- তাশাহ্হুদে লা-ইলাহা এর ‘লা’ উচ্চারণের সময় সাহাদাত আঙ্গুল উঠানো।
- শেষ বৈঠকে তাশাহ্হুদের পর দরুদ পড়া।
- দরুদের পর দোয়া মাসূরা বা এই জাতীয় কোন দোয়া পড়া।
- প্রথমে ডান এবং পরে বামে সালাম ফিরানো।
এই হচ্ছে সালাত বা নামাযের সুন্নত সমূহ যা উপরে খুব সুন্দর ও গোছালোভাবে আলোচনা করা হয়েছে। নামাযের যেকোন বিষয়ে জানতে বা এইগুলো সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমাদের পোস্টে। নামাযের ফরজ ও ওয়াজিব সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ভিজিট করুন।
সালাতের ফরজ সমূহঃ সালাতের ওয়াজিব সমুহঃ সালাতের সুন্নত সমূহঃ
সকল আপডেট ফেসবুকে পেতে লাইক দিয়ে রাখুন আমাদের ফেজবুক পেজে।
4 comments
Pingback: নামাযের রুকন বা ফরজ সমূহ। - Ilmuddin-ইলমুদ্দিন নামাযের রুকন বা ফরজ
Pingback: ৪০ লাখ নেকি লাভের দোয়া - আমল ৪০ লাখ নেকির দোয়া
Pingback: নামাযের/সালাতের ওয়াজিব সমূহঃ - Ilmuddin-ইলমুদ্দিন
Pingback: দুই সিজদার মাঝে পড়ার দোয়া - Ilmuddin-ইলমুদ্দিন - আমল